প্রাথমিক কথা
আইসিটি ক্লাবের প্রধান কাজগুলোর একটি হচ্ছে - মুক্তিযুদ্ধ, দেশ, প্রযুক্তি ইত্যাদি বিষয়ের উপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা। এই কার্যক্রমের মাধ্যমে আমরা নিজেদের বিভিন্ন বিষয়ের জ্ঞানে সমৃদ্ধ করে তুলতে পারব।
কুইজের নিয়ম
* এই কুইজ হবে আইসিটি ক্লাবের সকল ইউনিটের প্রশিক্ষণার্থীদের নিয়ে একসাথে অর্থাৎ সবাই অংশগ্রহণ করতে পারবে। তবে ইচ্ছে করলে প্রশিক্ষকরাও এতে অংশগ্রহণ করতে পারবেন।
* একবারের কুইজে যতজন অংশ নিবে তার ২০% কে বিজয়ী ঘোষণা করা হবে। অর্থাৎ যদি একটা কুইজে ৩০ জন অংশগ্রহণ করে তবে ৬ জন হবে বিজয়ী।
* প্রতিবারের কুইজে বিজয়ীরা পাবেন ৫০ লেভেল পয়েন্ট। এই পয়েন্ট একজন সদস্যকে আইসিটি ক্লাবের ধাপসমূহ অতিক্রম করতে সহযোগিতা করবে।
* একজন প্রশিক্ষণার্থী যতটি প্রতিযোগিতায় ইচ্ছা অংশগ্রহণ করতে পারবে। তবে সর্বোচ্চ ৫০ টিতে বিজয়ী হতে পারবে।
আপনার করণীয়
* এই প্রতিযোগিতায় অংশগ্রহণের পূর্বে আপনাকে Enrol করতে হবে এবং আপনার বর্তমান শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন করতে হবে। এই কাজটি শুধুমাত্র একবার করতে হবে Select Your Institution এর মাধ্যমে।
* বর্তমানে কোন কুইজ প্রতিযোগিতা চলছে Quiz Competition List হতে খুঁজে নিন এবং Register করুন। কুইজে রেজিষ্টার করলে গ্রেড পয়েন্ট ৫ পাবেন। পরবর্তী করণীয় সেখান থেকেই জানতে পারবেন।
পয়েন্ট সিস্টেম
* Quiz Competition List এর Register করলে: গ্রেড পয়েন্ট ৫
* কুইজে অংশগ্রহণ করে যত পাবেন: গ্রেড পয়েন্ট তত
* কুইজে বিজয়ী হলে: লেভেল পয়েন্ট ৫০
---------
ক্লাব ম্যানেজার এই অপশনটির মাধ্যমে তার ক্লাবের জন্য ব্যাচ তৈরি করবেন। ব্যাচের নাম দেয়ার ফরমেট: EIIN_QUIZ_Institution Name (যথা: 104302_QUIZ_Govt. Commerce College, Ctg)
সতর্কতা: কখনোই অন্য প্রতিষ্ঠানের কোন ব্যাচ এডিট করবেন না।
এই কোর্সের অন্যান্য কাজ শুরু করার পূর্বে অবশ্যই আপনার প্রতিষ্ঠান নির্ধারণ করুন। কখন কুইজ প্রতিযোগিতা হবে তা জানতে আপনার ক্লাবের রুটিন অনুসরণ করুন বা ইমেইলে দেখুন।
কুইজের বিষয়বস্তু: Digital Content in Education
এই বিষয়ে বিস্তারিত তথ্য পেতে এই লিংকে ক্লিক করুন -> Digital Content । এখানে ছবি আকারে দেয়া আছে। ডাউনলোড করে নিতে পারেন সুবিধার জন্য। এখানে টপিক থেকেই প্রশ্ন হবে। এগুলো সম্পর্কে ভালোভাবে পড়ার পর, বিস্তারিত ইন্টারনেট থেকেও জেনে নিন।
--------------
বি.দ্র: কুইজে অংশগ্রহণের পূর্বে আপনার ভাল এবং স্পষ্ট একটি ছবি এই লিংকে আপলোড করুন - https://drive.google.com/drive/folders/1-hiI6Ngr5tLQbu7VCRjxyaqkQcSxCIls?usp=sharing
ছবির নাম দিন শুধুমাত্র আপনার প্রোফাইল আইডি নাম্বার দিয়ে। যথা: 3.jpg
------------------
কুইজের সময় এবং তারিখ নিম্নে দেখুন -