fbpx

আমাদের সম্পর্কে

বিডি আইসিটি ক্লাব হচ্ছে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখা মানুষদের মিলনমেলা। এখানে যারা আসেন তারা প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজের উন্নয়নের পাশাপাশি সমাজ উন্নয়নের জন্য কাজ করে যান। এখানে জন্ম হয় সমাজ বদলে দেয়া প্রযুক্তি উদ্যোক্তাদের।

Meet Our Founders

মুরাদ খান, উদ্যোক্ত, বিডি আইসিটি ক্লব

Murad Khan

Founder and Lead Mentor
BD ICT CLUB

মুরাদ খান এর ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আলাদা আগ্রহ আছে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষের জীবনে ভালো পরিবর্তন আনার জন্য কাজ করতে ভালোবাসেন। । কর্মজীবন শুরু করেন ফ্রিল্যান্সিং দিয়ে, পরে বিসিএস শিক্ষা ক্যাডারে যোগ দেন। কাজ করছেন শিক্ষক, শিক্ষার্থীসহ প্রযুক্তি নিয়ে আগ্রহী মানুষের জীবন মান উন্নয়নে। এই লক্ষ্যেই বিডি আইসিটি ক্লাবের প্রতিষ্ঠা। Read Details

Our History

বিডি আইসিটি ক্লাব প্রথম যাত্রা শুরু করে ২০১৭ সালে, চট্টগ্রামের একটি স্বনামধন্য কলেজে। পাশাপাশি একটি মাধ্যমিক বিদ্যালয়েও এর কার্যক্রম শুরু হয়। সম্পূর্ণ ফ্রিতে শিক্ষার্থীদের আইসিটি দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেয়া হতো। ২ বছরে আমরা ২০০+ শিক্ষার্থীকে একেবারে শুরু থেকে প্রশিক্ষণ দিয়েছি। যারা আইসিটির কিছুই জানত না, তাদের কম্পিউটার চালানো হতে শুরু করে টাইপিং শিখানো, ওয়ার্ড প্রসেসিং, এক্সেল, প্রেজেন্টেশন সফটওয়্যার, ইন্টারনেট ব্যবহার, ব্রাউজারের ব্যবহার, বেসিক ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন সহ আরো বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছি। পাশাপাশি ব্যক্তিগত উন্নয়নের জন্য বিভিন্ন ইভেন্ট, কুইজ, প্রতিযোগিতা, বই পড়া কার্যক্রম, স্পিচ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইংরেজি ভাষা শিক্ষা কার্যক্রম, আইডিয়া জেনারেশন প্রোগ্রাম চালানো হতো। সব কিছুই নিয়ন্ত্রণ করা হতো সিস্টেমেটিকভাবে আইসিটি ক্লাবের ওয়েবসাইটের মাধ্যমে যা গঠন করা হয়েছিল MOODLE ব্যবহার করে। এই সব কিছুই তাদের ফ্রিল্যান্সার হওয়ার জন্য যথাযথ গাইডলাইন দিতে, ক্যারিয়ারের যেকোন জায়গায় প্রযুক্তির ব্যবহারে উৎসাহ দিয়েছে। কিন্তু পরবর্তীকালে করোনাসহ আরো কিছু কারণে এই সকল কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। এরপর চিন্তা করা হয় এটাকে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্মে রূপান্তরের।

Why Us

Your Problem

আপনার লক্ষ্য
আপনি আইসিটি দক্ষতা অর্জন করে সম্মানজনক উপার্জন করতে চান এবং ভবিষ্যতে আইটি উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে চান।
আপনি যে সকল সমস্যায় পড়তে পারেন
১. কিন্তু অনেক তথ্যের ভিড়ে বুঝতে পারছেন না কোথেকে শুরু করবেন, কীভাবে শুরু করবেন।
২. অথবা আপনি আইটি দক্ষতা অর্জন করতে গিয়ে কোন একটা বিষয় বুঝতে পারছেন না এবং তা শিখিয়ে দেয়ার মত কাছাকাছি কাউকে পাচ্ছেন না।
৩. অথবা ফ্রিল্যান্সিং শুরু করছেন বা কাজ করছেন বা আরো বড় হতে চাইছেন কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে সঠিক পরামর্শ দেয়ার মত যোগ্য কাউকে পাচ্ছেন না।
৪. অথবা আপনি একটা ব্যবসা গড়তে চাইছেন কিন্তু যোগ্য কাউকে খুঁজে পেতে বেশ বেগ পেতে হচ্ছে।

Our Solution

বিডি আইসিটি ক্লাব এ যোগ দিলে আপনার সমস্যাগুলো সহজ সমাধান পাবেন।
১. আমাদের ব্লগ থেকে আপনি গাইডলাইন পাবেন
২. আমাদের প্রশিক্ষকরা আপনাকে সহযোগিতা করবে।
৩. মেন্টরদের পরামর্শ পাবেন
৪. কমিউনিটি থেকে দক্ষ মানুষদের খুঁজে পাবেন

Connect With Us

যাত্রা শুরু হোক আজই

আপনি যদি প্রযুক্তি ভালোবাসেন, প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে চান, অপরকে দক্ষ হতে সহযোগিতা করতে চান, প্রযুক্তিকে সাথে নিয়ে আপনার স্বপ্ন পূরণ করতে চান তবে আজই শুরু করুন।

error: Content is protected !!