BD ICT CLUB Membership
বিডি আইসিটি ক্লাবে আপনি ২ ভাবে যোগ দিতে পারেন। একটা হচ্ছে ফ্রি লার্নার, আরেকটা হচ্ছে ক্লাব মেম্বার।
ফ্রি লার্নার এর ক্ষেত্রে আপনি ইমেইলে সাবস্ক্রাইব করতে পারবেন। আর ক্লাব মেম্বার এর ক্ষেত্রে ইমেইল সাবস্ক্রাইবের পাশাপাশি অনেক ধরণের সুবিধা পাবেন।
বিস্তারিত নিন্মের ছকে দেখুন-
Free Learner
Self Learner and Club Supporter
- ইমেইলে সাবস্ক্রাইব করতে পারবেন
- নির্দিষ্ট গাইডলাইন অনুসরণ করে প্রতিদিন নিজের দক্ষতা বাড়াতে পারবেন
- ইমেইলের মাধ্যমেই আপনার কাছে বিভিন্ন গাইডলাইন, টিপস, সফলতার গল্প, ফ্রিল্যান্সিং টিপস ইত্যাদি শেয়ার করা হবে
- পাশাপাশি বিভ্ন্নি পণ্যের ডিল এবং কাজের সুযোগ সম্পর্কে জানতে পারবেন।
- ব্লগ আর্টিকেলগুলো পড়তে পারবেন তবে পয়েন্ট পাবেন না
- ফ্রি কোর্সগুলো দেখতে পারবেন
Club Member*
Exclusive Members Community
- ফ্রি লার্নার এর সকল সুবিধা পাবেন
- যেকোন কিছু না বুঝলে ফোরামে প্রশ্ন করতে পারবেন
- অভিজ্ঞ মেন্টরের পরামর্শ পাবেন
- ক্লাবের বিভিন্ন কার্যক্রমে পয়েন্ট পাবেন যা পরবর্তীতে কাজে লাগবে
- ক্লাবের জব পোস্টে অংশগ্রহণের সুযোগ
- ক্লাব এবং ক্লাবের বাইরে পেইড কোর্সগুলোতে ডিসকাউন্ট/আর্থিক অনুদান পাবেন
- ওয়েবসাইটে কেনাকাটা
- মেন্টরিং এর মাধ্যমে সম্মানজনক আয় এবং পরিচিতির সুযোগ
ক্লাব মেম্বারশীপের শর্তসমূহঃ
- পরিশোধিত ফি অফেরতযোগ্য
- মেম্বারশীপ হস্তান্তরযোগ্য নয়
- ক্লাব মেম্বার হওয়ার জন্য প্রতি বছর নির্ধারিত পরিমাণ ফি পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে রিনিউ না করলে ওয়েবসাইটে এক্সেস বন্ধ হবে। এরপর গ্রেস পিরিয়ড ৩০ দিনের মধ্যে রিনিউ না করলে সকল ডাটা রিসেট করা হবে।
- ফি এর পরিমাণ ক্লাব কর্তৃপক্ষ পরিবর্তন করার অধিকার রাখেন
- উল্লেখিত সুবিধাসমূহ ক্লাবে যখন যা বিদ্যমান থাকবে তার ভিত্তিতে পাওয়া যাবে। এ সকল সুবিধা বাড়তে বা কমতে পারে। তবে বাড়ার সম্ভাবনায় বেশি।
- ক্লাব সদস্যবৃন্দদের ক্লাবের সুনাম অক্ষত রেখে কার্যক্রম চালাতে হবে।
- ফোরাম পোস্ট ও রিপ্লাইয়ে, ব্লগ কমেন্টে, ভিডিও কমেন্টে বা অন্যান্য যেকোন ধরণের অনৈতিক, অশালীন, অপরের জন্য অসুবিধাজনক, অপমানজনক ও ক্ষতিকারক কথা বা আচরণ পরিলক্ষিত হলে সদস্যপদ স্থগিত/বাতিল করা হবে।