fbpx

Microsoft Office এর উত্তম বিকল্প Libre Office কেন ব্যবহার করবেন?

Microsoft Office এর উত্তম বিকল্প Libre Office কেন ব্যবহার করবেন?

আমাদের যখন কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, প্রেজেন্টেশন, হিসাব-নিকাশ করা, ডাটাবেস তৈরি করার কথা মাথায় আসে তখন আমরা শুধু একটি সফটওয়্যার প্যাকেজ এর কথাই ভাবি আর সেটি হচ্ছে মাইক্রোসফট অফিস। 

আমাদের দেশের অধিকাংশ মাইক্রসফট অফিস ব্যবহারকারীই ক্র্যাক অর্থাৎ পাইরেটেড কপি ব্যবহার করে। আপনি যদি পাইরেটেড কপি ব্যবহার করেন তাহলে  আপনার কম্পিউটারের গুরুত্বপূর্ণ ফাইলগুলো ভাইরাস ও ম্যালওয়ার দ্বারা আক্রান্ত হতে পারে। আর একবার কোনভাবে কম্পিউটারটি ভাইরাস ও ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত হলে প্রয়োজনীয় ফাইল উদ্ধার করা একেবারেই অসম্ভব। 

এখন ভাবছেন এছাড়া অন্য কোন উপায় আছে কিনা? অবশ্যই উপায় আছে। আপনি চাইলে মাইক্রোসফট  অফিস এর পরিবর্তে সম্পূর্ণ ফ্রীতে লিব্রা অফিস (Libre Office) ব্যবহার করতে পারেন। 

Libre Office Download Link

লিব্রা অফিস কী?

লিব্রা অফিস হচ্ছে দ্য ডকুমেন্ট ফাউন্ডেশন কর্তৃক উন্নয়ন করা একটি ফ্রী ও উম্মুক্ত অফিস প্রোগ্রাম। এর মাধ্যমে আপনি ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট তৈরি ও সম্পাদনা, স্লাইড সো, নকশা এবং অঙ্কন এবং ডাটাবেস নিয়ে কাজ করতে পারবেন যেমনটি আপনি মাইক্রসফট অফিসে করতে পারতেন।

লিব্রা অফিসের ৬টি মডিউল:

Microsoft Office এর উত্তম বিকল্প Libre Office কেন ব্যবহার করবেন?

১। Writer (word processing):এটি প্রাথমিক টেক্সট এডিটর হিসেবে কাজ করে।  আপনি এম এস ওয়ার্ডের মাধ্যমে যে সকল কাজ করতে পারতেন এখানেও অনুরূপ কাজ করতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এম এস ওয়ার্ডের ইন্টারফেস ও রাইটার এর ইন্টারফেস প্রায় একই। তাই নতুন করে রাইটারে কাজ করতে আপনাকে কষ্ট করতে হবে না। 

২। Calc (spreadsheets):  মাইক্রসফট এক্সেলের পরিবর্তে লিব্রা অফিসে রয়েছে ক্যালক নামের আরো একটি মডিউল। ক্যালকের একটি চমৎকার ফিচার হচ্ছে যে স্প্রেডশিটে ইনপুটকৃত তথ্যের উপর ভিত্তি করে সয়ংক্রিয়ভাবে গ্রাফ তৈরি করে।

৩। Impress (presentations): ইম্প্রেস হচ্ছে একটি প্রেজেন্টশন প্রোগ্রাম।  মাইক্রসফট পাওয়ারপয়েন্টের পরিবর্তে আপনি ব্যবহার করতে পারেন ইম্প্রেস। এখানে .swf ফাইল হিসাবে প্রেজেন্টশন সংরক্ষণ করা যায় এবং অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার ব্যবহার করে যে কোন কম্পিটার থেকেই তা দেখা যায়।

৪। Draw (vector graphics and flowcharts): মাইক্রসফট ভিশুর মতো ভেক্টর গ্রাফিক এডিটর ও ডায়াগ্রাম তৈরির টুল এটি । এই মডিউলটি এমএস পাবলিশারের মতো ডেস্কটপ পাবলিশিং এর  কাজ করে। এর সাহায্যে আপনি খুব সহজেই পিডিএফ ফাইল সম্পাদনার করতে পারবেন।

৫। Math (formula editing): গাণিতিক সূত্র তৈরি এবং সম্পাদনা করার জন্যই মূলত এই এপ্লিকেশনটি তৈরি করা হয়েছে।  এখনকার তৈরি সকল সূত্র আপনি চাইলে লিব্রা অফিসের অন্য মডিউলেও যথাঃ রাইটার ও ক্যালক এ ব্যবহার করতে পারবেন।

৬। Base (databases): ডাটাবেস তৈরি ও ব্যবস্থাপনা, ফরম ও প্রতিবেদন তৈরির জন্যে লিব্রা অফিস বেস খুব উপযোগী। মাইক্রসফট এক্সেস এর ন্যায় এটি একটি ডাটাবেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম। 

মাইক্রসফট অফিস ও লিব্রা অফিসের ইন্টারফেস প্রায় একই ধরণের। আপনি যদি মাইক্রসফট অফিসে অভ্যস্ত হন তাহলে সম্পূর্ণ ফ্রি লিব্রা অফিস ব্যবহার করতে পারেন। এতে পাইরেটেড কপি ব্যবহার করার ঝামেলা ও অফিসিয়াল মাইক্রসফট অফিস যে খরচ হবে দুটো থেকেই বাঁচবেন । যদি আপনি ইতিমধ্যেই লিব্রা অফিস ব্যবহার করে থাকেন কিংবা লিব্রাঅফিস সম্পর্কে জানতে চান আমাদের কমেন্টে জানান। 

Author

মুরাদ খান (Murad Khan) এর ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আলাদা আগ্রহ আছে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষের জীবনে ভালো পরিবর্তন আনার জন্য কাজ করতে ভালোবাসেন। । কর্মজীবন শুরু করেন ফ্রিল্যান্সিং দিয়ে, পরে বিসিএস শিক্ষা ক্যাডারে যোগ দেন। নিজের চেষ্টায় অর্জন করেছেন ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন দক্ষতা। কাজ করছেন শিক্ষক, শিক্ষার্থীসহ প্রযুক্তি নিয়ে আগ্রহী মানুষের জীবন মান উন্নয়নে। এই লক্ষ্যেই বিডি আইসিটি ক্লাবের প্রতিষ্ঠা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!