প্রাথমিক তথ্য
Microsoft Word হচ্ছে কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক দক্ষতা।
ক্লাস সংখ্যা - ৮টি
প্রতি সপ্তাহে - সর্বোচ্চ ২টি ক্লাস হতে পারে।
লেভেল পয়েন্ট:
কোর্স সম্পন্ন করলে = ২০০ পয়েন্ট
গ্রেড নাম্বার:
উপস্থিতির জন্য = সর্বোচ্চ ২০ নাম্বার
কাজ উপস্থাপনা = ৪০ নাম্বার
স্টেজ উপস্থাপনা = ৩০ নাম্বার
সকলের ব্যাক্তিগত মূল্যায়ন = ১০ নাম্বার
কুইজ টেস্ট = ১০০ নাম্বার
------------
ক্লাব ম্যানেজার এই অপশনটির মাধ্যমে তার ক্লাবের জন্য ব্যাচ তৈরি করবেন। ব্যাচের নাম দেয়ার ফরমেট: EIIN_MsWord_BATCH NO (যথা: 104304_MsWord_B1)
সতর্কতা: কখনোই অন্য প্রতিষ্ঠানের কোন ব্যাচ এডিট করবেন না।
প্রশিক্ষকগণ এখানে ব্যাচ নির্বাচন করুন।
প্রশিক্ষণার্থীরা, এই কোর্সের অন্যান্য কাজ শুরু করার পূর্বে অবশ্যই আপনার প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যাচ নির্ধারণ করুন। কখন কোন ব্যাচ শুরু হবে তা জানতে আপনার ক্লাবের রুটিন অনুসরণ করুন।
এই কোর্স সম্পর্কিত আপনার ভালো লাগা, মতামত, কোর্সের উন্নয়ন ঘটাবে এমন কোন সৃজনশীল ধারণা, কোন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন থাকলে এখানে তা পোস্ট করুন। একই বিষয়ে প্রশ্ন বা পোস্ট যদি আর কেউ করে থাকে তবে ২য় বার পোস্ট করবেন না। এখানের পোস্টে কোর্স প্রশিক্ষক, সহপ্রশিক্ষণার্থীরা রেটিং দিতে পারবে, অতএব মানসম্মত পোস্ট করাকে আমরা উৎসাহিত করছি।