fbpx

সেরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এবং আউটসোর্সিং সাইট: নতুনদের জন্য কোনগুলো?

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস বলতে আমরা সাধারণত Upwrok আর Fiverr এর মত পরিচিত কিছু নাম শুনে থাকি। ‍কিন্তু এগুলোর বাইরে আরো অনেক মার্কেটপ্লেস আছে যা না জানলে হয়তো আপনি অনেক সুযোগ হারাবেন বা ভুল সিদ্ধান্ত নিতে পারেন।

আবার ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করছেন বা করবেন কিন্ত আউটসোর্সিং সাইট সম্পর্কে যদি ধারণা না থাকে তবে নিশ্চিতভাবে ধরে নিতে পারেন আপনি আপনার যোগ্যতার চেয়ে কম আয় করছেন।

আপনি যদি নতুন ফ্রিল্যান্সিং শুরু করে থাকেন, তবে আপনার জানতে হবে কোন মার্কেটপ্লেস বা আউটসোর্সিং সাইট আপনার জন্য উপযোগী।

এই আর্টিকেলে আমি ৪০+ ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এবং আউটসোর্সিং সাইট নিয়ে বিস্তারিত আপনার সাথে শেয়ার করব। অতএব সময় নিয়ে পড়া শুরু করুন এবং প্রয়োজনে এই আর্টিকেলটি বুকমার্ক করে রাখুন।

সেরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এবং আউটসোর্সিং সাইট: নতুনদের জন্য কোনগুলো?

Table of Contents

ফ্রিল্যান্সিং কি?

ফ্রিল্যান্সিং মানে হলো মুক্তপেশা যার মাধ্যমে স্বেচ্ছায় বেছে নেয়া দেশি-বিদেশি ক্লায়েন্টদের সাথে কাজ করার মাধ্যমে অর্থ উপার্জন করা যায়। এই পেশায় আপনি নিজের সুবিধামত সময়ে কাজ করতে পারবেন।

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস (Freelancing Marketplace) ও আউটসোর্সিং সাইট বা রিমোট জব সাইট কি?

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস হলো এমন একটি প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট যেখানে ফ্রিল্যান্সার এবং ক্লায়েন্টরা একত্রিত হোন। ফ্রিল্যান্সাররা ক্লায়েন্টের কাজ করে দেন এবং ক্লায়েন্টরা ঘন্টাভিত্তিক বা চুক্তিভিত্তিক বা প্রজেক্টভিত্তিক নির্দিষ্ট পরিমাণ পেমেন্ট করেন।

এজন্য উভয়কেই একাউন্ট তৈরি করতে হয়। ক্লায়েন্টরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে একটি জব পোস্ট করে তাদের প্রয়োজনীয় কাজের বিবরণ দিয়ে থাকেন। এই জব পোস্টে কাজের ধরন, কাজের পরিমাণ, কাজের সময়সীমা, কাজের মূল্য ইত্যাদি উল্লেখ করা থাকে।

তবে ফ্রিল্যান্সাররা রেজিস্ট্রেশন করার পর নিজেদের বিস্তারিত সকল তথ্য যথা- ব্যক্তিগত তথ্য, দক্ষতা, অভিজ্ঞতা, কাজের পোর্টফোলিও ইত্যাদি যথাযথভাবে দিতে হয় যাকে সাধারণত ফ্রিল্যান্সার প্রোফাইল বলে। ক্লায়েন্টরা তাদের প্রয়োজনীয় কাজের জন্য উপযুক্ত ফ্রিল্যান্সার খুঁজে পেতে এই প্রোফাইলগুলি পর্যালোচনা করে থাকেন।

আউটসোর্সিং সাইট বা রিমোট জব সাইট অনেকটা আমাদের দেশের বিডি জবস সাইটের মত। তবে প্রধান পার্থক্যটা হলো এক্ষেত্রে জবগুলো পোস্ট করা হয় remotely চাকুরি দেয়ার জন্য। অর্থাৎ চাকুরিপ্রার্থীরা সরাসরি অফিসে না গিয়ে, ঘরে থেকে বা যেকোন জায়গা থেকে কাজ করতে পারবে। এটা অনেকটা ফ্রিল্যান্সিং এর মত তবে এক্ষেত্রে পার্থক্যটা হলো আপনি একসাথে অনেক ক্লায়েন্টের অধীনে কাজ করার সময় পাবেন না কারণ এরকম একটা চাকুরিতেই হয়তো আপনাকে ৮ ঘন্টা কাজ করতে হতে পারে।

ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস

আপওয়ার্ক (Upwork) – জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস

আপওয়ার্ক (Upwork) - জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস

আপওয়ার্ক হল বিশ্বের সবচেয়ে বড় ও জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। আপওয়ার্ক এ ফ্রিল্যান্সারদের দুই ধরনের কাজ পাওয়া যায়: ঘন্টা ভিত্তিক এবং Fixed Price।

আপওয়ার্কে বিভিন্ন ধরনের কাজ পাওয়া যায়, যেমন:

  • প্রোগ্রামিং ও ডেভেলপমেন্ট
  • গ্রাফিক ডিজাইন
  • কন্টেন্ট রাইটিং
  • এডমিন সাপোর্ট
  • বিজনেস ও অ্যাকাউন্টিং
  • ডিজিটাল মার্কেটিং ইত্যাদি আরও অনেক কিছু।

আপওয়ার্কে কাজ পাওয়ার জন্য আপনাকে প্রথমে আপওয়ার্কের একাউন্ট খুলে একটি শক্তিশালী প্রোফাইল তৈরি করতে হবে। আপনার প্রোফাইলে আপনার কাজের দক্ষতা, অভিজ্ঞতা, এবং পোর্টফোলিও উল্লেখ করতে হবে। এছাড়াও আপনার প্রোফাইলটিকে আকর্ষণীয় এবং তথ্যপূর্ণ করে তুলতে হবে।

আপওয়ার্কে কাজ পেতে হলে আপনাকে সঠিকভাবে জব বিড করতে হবে। জব বিড করার সময় কাজের প্রয়োজনীয়তা, আপনার দক্ষতা, এবং আপনার প্রোপোজাল মূল্য উল্লেখ করতে হবে। প্রতিটি জবের জন্য প্রোপোজাল পাঠাতে ১ থেকে ৬টি কানেক্টস প্রয়োজন হয়। তবে, যদি প্রজেক্ট বাতিল হয়ে যায়, তাহলে আপনার কানেক্টস ফেরত পাওয়া যাবে।

আপওয়ার্কে দুই ধরনের মেম্বারশিপ রয়েছে-

ফ্রি মেম্বারশিপ এবং প্রিমিয়াম মেম্বারশিপ। নতুন একাউন্ট তৈরি করার পর কিছু ফ্রি কানেক্টস পাবেন যা দ্রুত সময়ের শেষ হয়ে যাবে। আর প্রিমিয়াম মেম্বারশিপে ১৪.৯৯ ডলারের বিনিময়ে ১ মাসের জন্য কানেক্টস কিনতে পারবেন।

পেমেন্ট:

আপওয়ার্কে ফ্রিল্যান্সাররা তাদের পেমেন্ট ব্যাংক ট্রান্সফার, পেপাল অথবা পেওনিয়ার ইত্যাদির মাধ্যমে উত্তোলন করতে পারেন।

ফাইভার (Fiverr)-গিগ ভিত্তিক মার্কেটপ্লেস

ফাইভার (Fiverr)-গিগ ভিত্তিক মার্কেটপ্লেস

ফাইভারও একটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস যেখানে ফ্রিল্যান্সাররা নিজেদের ছোট ছোট স্কিলের উপর কাজ করতে পারেন, যাকে Fiverr Gig বলা হয়। তাই নতুনদের জন্য এটা ভালো একটা প্ল্যাটফর্ম।

ফাইভার নিম্নোক্ত ক্যাটাগরিতে কাজ পাওয়া যায়:

  • ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট
  • প্রোগ্রামিং ও টেক
  • গ্রাফিক্স ডিজাইন
  • ভিডিও এডিটিং
  • ডিজিটাল মার্কেটিং
  • কন্টেন্ট রাইটিং ইত্যাদি

কাজ পাওয়ার জন্য প্রথমে ফাইভারে একটা সুন্দর প্রফেশনাল গিগ বানাতে হয়। গিগ মানে হচ্ছে আপনি যে বিষয়ে সার্ভিস দিবেন সেটা সম্পর্কে বিস্তারিত উল্লেখ করে একটা প্রোপোজাল বানানো। কোনো ক্লায়েন্টের কাছে গিগটি পছন্দ হলে তিনি আপনাকে কাজ দিবেন এবং আপনার ঠিক করে দেয়া গিগ প্রাইসে আপনাকে পেমেন্ট করবেন।

টাকা উত্তোলনের ‍উপায়: PayPal, Payoneer, Bank Transfer

ফ্রিল্যান্সার (Freelancer)-সবচেয়ে

ফ্রিল্যান্সার (Freelancer)

আরেকটি জনপ্রিয় ফ্রিল্যান্সার মার্কেটপ্লেস হচ্ছে ফ্রিল্যান্সার.কম। ২০০৯ সালে অস্ট্রেলিয়ায় প্রতিষ্ঠিত এই মার্কেটপ্লেসটিতে বর্তমানে প্রায় ৪০ লক্ষের বেশি ফ্রিল্যান্সার কাজ করছে।

এখানেও আপওয়ার্ক, ফাইভারের মত প্রায় সব ক্যাটাগরিতে জব পাওয়া যায়। কাজ পাওয়ার জন্য একজন ফ্রিল্যান্সারকে আপওয়ার্ক এর মত একটি ভালো প্রোফাইল তৈরি করতে হবে এবং বিড করে কাজ পেতে হয়।

ফ্রিল্যান্সাররা মূলত তিন ধরণের কাজ করতে পারেন:

  • ঘন্টা ভিত্তিক,
  • মূল্য ভিত্তিক,
  • প্রতিযোগিতা ভিত্তিক

ঘন্টাভিত্তিক কাজ ও মূল্যভিত্তিক কাজ আপওয়ার্কের মতোই। আর প্রতিযোগিতামূলক কাজ হচ্ছে একজন ক্লায়েন্ট একটি প্রজেক্ট ঘোষণা করেন। নির্দিষ্ট তারিখের মধ্যে ফ্রিল্যান্সাররা তাদের দক্ষতা দিয়ে প্রজেক্টটি সম্পন্ন করে জমা দেন। ক্লায়েন্ট তাদের মধ্যে একজনকে বিজয়ী ঘোষণা করেন এবং বিজয়ী ফ্রিল্যান্সারকে নির্দিষ্ট অর্থ প্রদান করেন।

ফ্রিল্যান্সার ডট কমে পাঁচ ধরনের মেম্বারশিপ প্ল্যান রয়েছে- ফ্রি, বেসিক, প্লাস, প্রফেশনাল, প্রিমিয়ার। ফ্রি মেম্বারশিপ এ বেশি সুবিধা পাওয়া না। অন্যান্য মেম্বারশিপ প্ল্যানে বিভিন্ন ফিচার ও সুবিধা রয়েছে।

টাকা উত্তোলনের ‍উপায়: PayPal, Skrill, Bank Transfer

পিপল পার আওয়ার (People Per Hour)

সেরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এবং আউটসোর্সিং সাইট: নতুনদের জন্য কোনগুলো?

পিপল পার আওয়ার হল যুক্তরাজ্যভিত্তিক একটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। ২০০৭ সালে যাত্রা শুরু করে এই মার্কেটপ্লেসটিতে বর্তমানে প্রায় ১৫ লক্ষের অধিক ফ্রিল্যান্সার রয়েছে।

কাজ: অনলাইনে করা যায় এমন প্রায় সব ধরণের কাজ

কাজের ধরণ: ঘন্টাভিত্তিক এবং ফিক্সড প্রাইস

টাকা উত্তোলনের ‍উপায়: PayPal, Payoneer, Bank Transfer

গুরু (Guru)

সেরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এবং আউটসোর্সিং সাইট: নতুনদের জন্য কোনগুলো?

গুরু ডটকম একটি আমেরিকান ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস যা ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এতে প্রায় ১.৫ মিলিয়ন ফ্রিল্যান্সার রয়েছে এবং ৮০০,০০০-এরও বেশি ক্লায়েন্ট রয়েছে।

কাজ: এখানে অন্য সব প্ল্যাটফর্মের মত একই ধরণের কাজ রয়েছে। পাশাপাশি Education and Training নামে আরেকটি ক্যাটাগরি রয়েছে যা অন্য প্ল্যাটফর্মে সাধারণত দেখা যায় না।

কাজের ধরণ: ঘন্টা ভিত্তিক এবং মূল্য ভিত্তিক

টাকা উত্তোলনের মাধ্যম: U.S. Bank Account (eCheck), PayPal, Wire Transfer/Bank Transfer

Sage Lancer

সেরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এবং আউটসোর্সিং সাইট: নতুনদের জন্য কোনগুলো?

এটি একটি নতুন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস যা ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এ মার্কেটের সার্ভিসগুলো ফাইভার আপওয়ার্কের মতোই। নতুন হওয়ায় এখানে অপেক্ষাকৃত কাজ কম আবার প্রতিযোগিতাও কম।

কাজ: Graphics Design, Digital Marketing, Writing, Video & Animation, Music & Audio, Programming, Business, Fun & Lifestyle.

কাজের ধরণ: এখানে আপনি কোন সার্ভিস দিবেন তার বিস্তারিত লিখতে পোস্ট করতে হবে যা অনেকটা ফাইভারের গিগের মত। ক্লায়েন্ট/বায়ার সেটা বিশ্লেষণ করে কিনে নিবে।

টাকা উত্তোলনের মাধ্যম: PayPal, Bitcoin, Bank Transfer, Payoneer

Golance

সেরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এবং আউটসোর্সিং সাইট: নতুনদের জন্য কোনগুলো?

গোলান্স ২০১৫ সালে প্রতিষ্ঠিত আরেকটি নতুন জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। এখানে অন্যান্য মার্কেটপ্লেসের মতই সব ধরণের কাজ পাওয়া যায়। ঘন্টাভিত্তিক ও ফিক্সড প্রাইসে কাজ করা যায়।

টাকা উত্তোলনের মাধ্যম: PayPal, Bitcoin, Bank Transfer, Payoneer

Toptal

সেরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এবং আউটসোর্সিং সাইট: নতুনদের জন্য কোনগুলো?

Toptal মানে হলো Top Talent। Toptal মার্কেটপ্লেসটি 2010 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং বর্তমানে বিশ্বব্যাপী 10,000 এরও বেশি প্রযুক্তি পেশাদারদের একটি নেটওয়ার্ক রয়েছে। Toptal মার্কেটপ্লেসটি বাংলাদেশেও জনপ্রিয় হয়ে উঠছে।

Toptal মার্কেটপ্লেসে শুধুমাত্র নিম্নোক্ত ক্যাটাগরিগুলোতে কাজ পাওয়া যায়:

  • Development
  • Design
  • Financing
  • Project Management
  • Product Management

নির্বাচন প্রক্রিয়া:

Toptal-এ ফ্রিল্যান্সারদের ৫ ধাপের একটি কঠোর নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় যা তাদের দক্ষতা এবং অভিজ্ঞতা নিশ্চিত করে। চুড়ান্ত দক্ষ না হলে এখানে নির্বাচিত হওয়া কঠিন।

  • Step 01: Language and Personality
  • Step 02: In-Depth Skill Review
  • Step 03: Live Screening
  • Step 04: Test Projects
  • Step 05: Continued Excellence

টাকা উত্তোলনের মাধ্যম: Bank Transfer

Truelancer

সেরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এবং আউটসোর্সিং সাইট: নতুনদের জন্য কোনগুলো?

Truelancer ২০১৪ সালে প্রতিষ্ঠিত ভারতীয় একটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে। এটি বাংলাদেশেও জনপ্রিয়।

কাজ: Truelancer এ নিম্নোক্ত ক্যাটাগরিতে কাজ পাওয়া যায়

  • Programming
  • Graphic Design
  • Writing
  • Data Entry & Admin
  • Finance
  • Marketing
  • Customer Support
  • Digital Marketing
  • Music & Audio

কাজের ধরণ: ঘন্টা ভিত্তিক এবং প্রতিযোগিতা ভিত্তিক কাজ করা যায়।

মেম্বারশীপ: Truelancer-এ পাঁচ ধরনের মেম্বারশিপ প্ল্যান রয়েছে – ফ্রি, বেসিক, প্রো, প্লাস। ফ্রি মেম্বারশিপ এ বেশি সুবিধা না থাকলেও অন্যান্য মেম্বারশিপ প্ল্যানে অনেক সুবিধা রয়েছে।

টাকা উত্তোলনের মাধ্যম: PayPal, Payoneer, বা স্থানীয় ব্যাংক

নাইনটি নাইন ডিজাইনস (99designs)

সেরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এবং আউটসোর্সিং সাইট: নতুনদের জন্য কোনগুলো?

99 ডিজাইন হল বিশ্বের বৃহত্তম গ্রাফিক ডিজাইন মার্কেটপ্লেস। এটি কাস্টম ডিজাইনের কাজের প্রয়োজন এমন ক্লায়েন্টদের সাথে প্রতিভাবান ডিজাইনারদের সংযুক্ত করে যারা প্রতি 7-10 সেকেন্ডে সাইটে একটি নতুন কাস্টম ডিজাইন জমা দেয়।

কাজ: 99 ডিজাইন এ নিম্নোক্ত ক্যাটাগরিগুলোতে ডিজাইনের কাজ করা যায়-

  • Logo & identity
  • Web & app design
  • Business & advertising
  • Clothing & merchandise
  • Art & illustration
  • Packaging & label
  • Book & magazine

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে এবং 99Designs-এ ডিজাইনার হিসেবে কাজ শুরু করতে মাত্র কয়েক মিনিট সময় লাগে। একটি কিউরেশন টিম আপনার আবেদন পরীক্ষা করবে এবং আপনার নিয়োগ আপনার অর্জিত অভিজ্ঞতা এবং দক্ষতার উপর নির্ভর করবে। যথেষ্ঠ ভালো কাজ জানলেই শুধু এখানে রেজিস্ট্রেশন করা উচিত।

আয়ের ‍উপায়: সাইন আপ করার পর আপনি সরাসরি ক্লায়েন্টের সাথে কাজ করতে পারবেন। পাশাপাশি বিভিন্ন কনটেস্টেও অংশগ্রহণ করতে পারবেন।

টাকা উত্তোলনের ‍উপায়: Paypal and Payoneer

SEO Clerk

সেরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এবং আউটসোর্সিং সাইট: নতুনদের জন্য কোনগুলো?

SEOClerk হল একটি সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (SEO) মার্কেটপ্লেস যেখানে আপনি SEO সংক্রান্ত সকল কাজ করতে পারবেন। এটা অনেকটা Fiverr এর মতো। আপনি আপনার দক্ষতা অনুযায়ী সার্ভিস তৈরি করবেন এবং ক্লায়েন্ট সেটা কিনে নিবে। কাজ শেষ হলে পেমেন্ট করবে। টাকা তোলার জন্য Paypal or Payoneer ব্যবহার করতে হবে।

Srout Gigs

Sprout Gigs - Freelance Marketplace

Sprout Gigs ও পুরোটাই Fiverr এর মত। এখানে অনলাইনে করা যায় এমন সব ধরণের কাজই আপনি গিগ/সার্ভিস/প্রোপোজাল হিসেবে দিতে পারবেন। তবে এখানে আপনার সার্ভিসের মূল্য ১ ডলার থেকেই সেট করতে পারবেন। নতুনদের জন্য এটা সহজ একটা প্ল্যাটফর্ম।

Hubstaff Talent

Hubstaff Talent বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং কাজের বিজ্ঞাপন পাওয়া যায়। নতুন ফ্রিল্যান্সারদের জন্য এই প্ল্যাটফর্মটিতে ভালো।

আউটসোর্সিং বা রিমোট জব ওয়েবসাইট তালিকা

FlexJobs

FlexJobs হলো একটি অনলাইন চাকরির সাইট যেখানে রিমোট জব, টেলিওয়ার্ক, ফ্রিল্যান্স, পার্ট-টাইম, এবং অন্যান্য নমনীয় কর্মসংস্থানের সুযোগগুলি পাওয়া যায়। যারা রিমোট জব খুঁজছেন এমন ব্যক্তিদের জন্য এটি একটি ভালো প্ল্যাটফর্ম। FlexJobs একটি প্রিমিয়াম প্ল্যাটফর্ম, অর্থাৎ এটি জবে এপ্লাই করতে হলে আপনাকে পেমেন্ট করতে হবে।

We Work Remotely

নতুনদের মধ্যে যারা রিমোট জব খুঁজছেন এমন ফ্রিল্যান্সারদের জন্য We Work Remotely একটি ভালো প্ল্যাটফর্ম। We Work Remotely একটি বিনামূল্যের প্ল্যাটফর্ম, তবে ব্যবহারকারীরা প্রিমিয়াম সাবস্ক্রিপশনের মাধ্যমে আরও সুবিধা পেতে পারেন।

Dribbble

Dribbble হলো একটি ডিজাইন পোর্টফোলিও ও কমিউনিটি প্ল্যাটফর্ম। এখানে গ্রাফিক্স ডিজাইনাররা তাদের কাজ পোস্ট করে অন্যান্য ডিজাইনারদের সাথে শেয়ার করতে পারে।

Dribbble-এ কাজ পাওয়ার জন্য, আপনাকে একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার হতে হবে। আপনার কাজের মান ভালো হলে, আপনি অন্য ডিজাইনারদের কাছ থেকে লাইক, কমেন্ট, এবং অনুসরণ পাবেন। এছাড়াও, আপনি বিভিন্ন ডিজাইনারদের সাথে নেটওয়ার্কিং করতে পারবেন, যা আপনাকে নতুন কাজের সুযোগ পেতে সাহায্য করবে।

SimplyHired

SimplyHired নতুনদের জন্য একটি ভালো অনলাইন প্ল্যাটফর্ম। এখানে বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং কাজের বিজ্ঞাপন পাওয়া যায়, তাই আপনার দক্ষতা ও অভিজ্ঞতার উপর নির্ভর করে আপনি যেকোনো ধরনের কাজ খুঁজে পেতে পারেন।

Aquent

Aquent হলো একটি নিয়োগ সংস্থা যা বিভিন্ন শিল্পে বিভিন্ন ধরনের চাকরির জন্য যোগাযোগ করে। Aquent-এ কাজ পাওয়ার জন্য আপনার নির্দিষ্ট ক্ষেত্রে দক্ষতা এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। Aquent-এ কাজ পাওয়ার জন্য আপনাকে একটি অনলাইন প্রোফাইল তৈরি করতে হবে এবং একটি সাক্ষাৎকারের মাধ্যমে যেতে হবে।

Authentic Jobs

Authentic Jobs হলো একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন ধরনের চাকরির বিজ্ঞাপন পাওয়া যায়। এই প্ল্যাটফর্মটিতে ৪০,০০০টিরও বেশি কাজের বিজ্ঞাপন রয়েছে।

Authentic Jobs-এ বিভিন্ন ধরনের কাজ আছে। এখানে অনেক ধরনের ফ্রিল্যান্সিং কাজ পাওয়া যায়।

Behance

Behance হলো একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে গ্রাফিক্স ডিজাইনার, ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার, এবং অন্যান্য ক্রিয়েটিভদের কাজ শেয়ার করা হয়।

এই প্ল্যাটফর্মটিতে ৫০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী রয়েছে। Behance-এ কাজ পাওয়ার জন্য আপনার ক্রিয়েটিভ দক্ষতা থাকতে হবে এবং আপনার কাজ অন্যদের কাছে আকর্ষণীয় হতে হবে।

LinkedIn Jobs

LinkedIn Jobs হলো একটি প্রফেশনাল নেটওয়ার্কিং সাইট । যেখানে বিভিন্ন ধরনের চাকরির অফার পাওয়া যায়। এই প্ল্যাটফর্মটিতে ৮৩০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী রয়েছে।

LinkedIn Jobs একটি বিনামূল্যের প্ল্যাটফর্ম, তবে ব্যবহারকারীরা প্রিমিয়াম সাবস্ক্রিপশনের মাধ্যমে আরও সুবিধা পেতে পারেন।

Clear Voice

Clear Voice হলো একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে কন্টেন্ট রাইটার, কপিরাইটার, এবং ট্রান্সলেশনরা কাজ শেয়ার করা হয়। Clear Voice-এ কাজ পাওয়ার জন্য আপনার লেখার দক্ষতা থাকা উচিত এবং আপনার কাজ অন্যদের কাছে আকর্ষণীয় হওয়া উচিত।

Pro Blogger

Pro Blogger হলো এমন একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে শুধু ব্লগারদের জন্য বিভিন্ন ধরনের কাজের ব্যবস্থা এবং সুযোগ-সুবিধা দেওয়া হয়। Pro Blogger-এ কাজ পাওয়ার জন্য আপনার একটি ভালো ব্লগ থাকা উচিত এবং আপনার ব্লগ থেকে অর্থ উপার্জন করার জন্য দক্ষতা থাকা উচিত।

Writer Access

Writer Access অনলাইন প্ল্যাটফর্মে যেখানে কন্টেন্ট রাইটার, কপিরাইটার, এবং অনুবাদকদের জন্য বিভিন্ন ধরনের চাকরির বিজ্ঞাপন পাওয়া যায়। Writer Access একটি বিনামূল্যের প্ল্যাটফর্ম, তবে ব্যবহারকারীরা প্রিমিয়াম সাবস্ক্রিপশনের মাধ্যমে আরও সুবিধা পেতে পারেন।

Service Scape

ServiceScape অনলাইন প্ল্যাটফর্মে Editors, Translators, Graphic Designers, Writers এই ৪টি ক্যাটাগরিতে কাজ পাওয়া যায়। ServiceScape একটি বিনামূল্যের প্ল্যাটফর্ম, তবে প্রিমিয়াম ব্যবহার করে সুবিধা পেতে পারেন।

Remote.co

Remote.co হলো একটি বিস্তৃত প্ল্যাটফর্ম যা বিভিন্ন ধরনের দক্ষতার জন্য বিভিন্ন ধরনের কাজ অফার করে। যদি আপনি রিমোট কাজ করতে চান, তাহলে Remote.co একটি ভালো জায়গা শুরু করার জন্য।

Crowd Spring

Crowd Spring হলো একটি অসাধারণ অনলাইন প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন ধরনের সৃজনশীল কাজের প্রতিযোগিতা হয়। এখানে ৩৩টি ক্যাটাগরি রয়েছে। নতুন ফ্রিল্যান্সিং গ্রাফিক্স ডিজাইনারদের জন্য এই প্ল্যাটফর্ম ভালো।

Design Crowd

DesignCrowd- ও হলো একটি অসাধারণ অনলাইন প্ল্যাটফর্ম। এখানে অনেক ধরনের ডিজাইনিং ক্যাটাগরি রয়েছে। পছন্দের যেকোনো ক্যাটাগরিতে ফ্রিল্যান্সাররা কাজ করতে পারবে।

Expert 360

আপনি যদি এই সব ক্যাটাগরির কোন একটাতে এক্সপার্ট হোন তবে এখানে কাজ করার সুযোগ পাবেন-

  • Management Consultants
  • Software Engineers
  • Data Scientists & Analysts
  • Project Experts
  • Testing Experts
  • Designers
  • Finance Experts
  • Marketers
  • Operations Experts

Outsourcely

Outsourcely অনলাইন প্ল্যাটফর্মে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভলপমেন্ট , এসইও , মার্কেটিং ইত্যাদি অনেক ধরনের কাজ রয়েছে। এবং এখানে ৪০০,০০০+ এর মতো ফ্রিল্যান্সার কাজ করে।

Remote OK

Remote OK প্ল্যাটফর্মে অনেক ক্যাটাগরি কাজ রয়েছে। তার মধ্যে ডাটা এন্ট্রি, ডেভলপমেন্ট, ওয়েব ডিজাইন, কন্টেন্ট রাইটিং ইত্যাদি কাজগুলোও আছে। নতুন ফ্রিল্যান্সারদের জন্য এই প্ল্যাটফর্মটি ভালো।

Top Content

Top Content হলো একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন ধরনের বিষয়ের উপর উচ্চ-মানের কন্টেন্ট প্রকাশ করা হয়। এই প্ল্যাটফর্মটিতে বিভিন্ন শিল্প ও দক্ষতার লেখক ও সম্পাদক রয়েছে, যারা বিভিন্ন ধরনের কন্টেন্ট লিখতে ও সম্পাদনা করতে সক্ষম।

Working Nomads

Working Nomads হলো একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে রিমোট কাজের জন্য তথ্য ও সাহায্যের উপায় বলে দেয়া হয়। এই প্ল্যাটফর্মটিতে বিভিন্ন ধরনের বিষয়ের উপর নিবন্ধ, ব্লগ পোস্ট, ভিডিও এবং অন্যান্য উপায় রয়েছে।

বাংলাদেশি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট/ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস লিস্ট বিডি

Belancer

বিল্যান্সার একটি বাংলাদেশি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম যেখানে দেশি প্রজেক্ট পাওয়া যায়। এখানে বায়াররা তাদের প্রয়োজনীয় কাজের বিজ্ঞপ্তি প্রকাশ করেন এবং ফ্রিল্যান্সাররা সেই কাজের জন্য বিড করেন। বায়াররা সেখান থেকে সেরা ফ্রিল্যান্সারকে নির্বাচন করেন।

বিল্যান্সার ওয়েবসাইটে চাহিদাসম্পন্ন কাজ হলো- ডিজাইন, সেলস এন্ড মার্কেটিং, মাল্টিমিডিয়া, এসই্‌ ডাটা এন্ট্রি, রাইটিং, ট্রান্সলেশন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট এডমিন এন্ড কাস্টমার সাপোর্ট ইত্যাদি।

বিল্যান্সার সাইটে Bkash, Bank Transfer and Belance Office এর মাধ্যমে পেমেন্ট নেওয়া যায়।

Shocchol

সচ্ছল বাংলাদেশী আরেকটা ফ্রিল্যান্স মার্কেটপ্লেস। এখানে ফাইভারের মত সার্ভিস লিস্ট করা যায়। এখানে প্রায় সব ধরণের কাজের সুবিধা রয়েছে।

Dealancer

Dealancer হলো একটি বাংলাদেশি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন ধরনের সার্ভিস পোস্ট করা হয়। গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, কন্টেন্ট রাইটিং, এবং আরও অনেক কিছু।

নতুন ফ্রিল্যান্সারদের জন্য সেরা মার্কেটপ্লেস কোনটি?

নতুন ফ্রিল্যান্সারদের জন্য সবচেয়ে সহজে ও দ্রুত কাজ পাওয়ার জন্য কিছু মার্কেটপ্লেস রয়েছে। এই মার্কেটপ্লেসগুলোতে কাজের সংখ্যা বেশি থাকে, তাই নতুন ফ্রিল্যান্সারদের জন্য কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।

একদম নতুন হলে:

আপনি যদি একেবারেই নতুন হোন যিনি মাত্র কোন একটা ফ্রিল্যান্সিং স্কিল শিখেছেন বা কোথাও কোর্স করেছেন, সেক্ষেত্রে আপনার জন্য ভালো প্ল্যাটফর্ম হতে পারে ৩ ধরণের।

  1. দেশি ফ্রিল্যান্সিং সাইটে কাজ শুরু করা
  2. যেগুলো গিগ বা সার্ভিস ভিত্তিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, যেমন – Fiverr, SageLancer, SpoutGigs সেগুলোতে কাজ করা
  3. যেগুলো নির্দিষ্ট ইন্ডাস্ট্রিভিত্তিক, যেমন – SEO শিখলে SEOClerk বা Legitt দিয়ে শুরু করতে পারেন। আপনি অন্য কোন স্কিল শিখে থাকলে তা গুগল করে জেনে নিন আপনার জন্য প্রযোজ্য মার্কেটপ্লেস কোনটি।

যদি কিছু কাজের অভিজ্ঞতা থাকে:

যদি এমন হয় যে, আপনি বেশ কিছু রিয়েল ওয়ার্ল্ড কাজ করেছেন, কিছু পোর্টফোলিও আইটেম যুক্ত হয়েছে আপনার ঝুলিতে তখন আপনি বেছে নিতে পারেন – Upwork, Freelancer.com, PeoplePerHour এর মত সাইটগুলো।

কীভাবে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে নিজের মার্কেটিং করবেন

শুধু মার্কেটপ্লেসগুলোতে প্রোফাইল খুললে হবে না, কাজ পাওয়ার জন্য সেটিকে প্রচার বা মার্কেটিং করতে হবে । যেমনঃ

  • পোর্টফোলিও তৈরি:

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করার আগে সিভির সাথে সুন্দর একটা পোর্টফোলিও চাওয়া হয়। নিজের কাজের উল্লেখযোগ্য বিষয়গুলো নিয়ে পোর্টফোলিও তৈরি করুন।

  • সোশ্যাল মিডিয়া ব্যবহার:

আপনার কাজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন। তার জন্য নিজের প্রফেশনাল পেইজ খুলুন। ফেসবুক, লিংকডইন, ইনস্টাগ্রাম, টুইটার এবং অন্যান্য সামাজিক মাধ্যমে আপনার পোর্টফোলিও ও কাজের বিষয়ে প্রচার করুন।

  • নেটওয়ার্কিং:

নেটওয়ার্কিং হল ফ্রিল্যান্সারদের জন্য একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। অন্যান্য ফ্রিল্যান্সারদের সাথে যোগাযোগ করুন, স্থানীয় ফ্রিল্যান্সিং ইভেন্টগুলিতে অংশগ্রহণ করুন, অনলাইন ফোরামে যোগ দিন এবং এবং আপনার দক্ষতা শেয়ার করুন।

  • লিংকডইন ব্যবহার করুন:

ফ্রিল্যান্সারদের জন্য লিংকডইন একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। লিংকডইন প্রোফাইল তৈরি করুন এবং নেটওয়ার্কিং করুন। লিংকডইনে নিজের সুযোগ ও দক্ষতা প্রদর্শন করুন এবং সম্ভাব্য ক্লায়েন্টদের সাথে সংযোগ করুন।

  • ক্লায়েন্টদের সাথে সম্পর্ক গড়ে তোলা:

ক্লায়েন্টদের সাথে সুস্থ সম্পর্ক গড়ে তোলা আপনার ব্যবসার সাফল্যের জন্য অপরিহার্য। আপনার ক্লায়েন্টদের সাথে যোগাযোগ রাখুন, তাদের প্রয়োজনীয়তাগুলি পূরণের জন্য আপনার যথাসাধ্য চেষ্টা করুন এবং তাদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তুলুন।

  • বিভিন্ন ফোরাম সাইটগুলোতে যুক্ত হোন

ফ্রিল্যান্সারদের জন্য নেটওয়ার্কিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিভিন্ন ফোরাম সাইটে যোগদান করুন এবং আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা প্রদর্শন করুন। জনপ্রিয় ফোরাম সাইটগুলোর প্রশ্নের উত্তর দিন (যেমনঃ রেডিট, কোরা, মিডিয়াম, ডিসকোর্ড) এবং আপনার উত্তরগুলো আকর্ষণীয় এবং তথ্যবহুল করুন। যত বেশি মানুষ আপনার উত্তর দেখবে, তত বেশি মানুষ আপনার কাজ সম্পর্কে জানতে পারবে।

আশা করি, এভাবে আপনি আপনার ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে নিজের মার্কেটিং প্রচেষ্টা উন্নত করতে থাকলে আপনি একদিন সফল হবেন।

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ পাওয়ার সহজ ১০টি উপায়

  1. মার্কেটপ্লেস সম্পর্কে স্বচ্ছ জ্ঞান এবং সুস্পষ্ট ধারণা
  2. কমিউনিকেশন স্কিল বৃদ্ধি করা
  3. ভালোভাবে প্রোফাইল তৈরি করা
  4. আকর্ষণীয় পোর্টফলিও যুক্ত করা
  5. দ্রুত রেসপন্স করা
  6. কাজ সম্পর্কে বিস্তারিত জেনে কাজে এপ্লাই করা
  7. স্কিল টেস্টে অংশ নেওয়া
  8. কম্পিটিটর এর উপর নজর রাখা
  9. ইংরেজি ভাষা আয়ত্ত করা
  10. একাধিক মার্কেটপ্লেস নিয়ে কাজ করা

শেষ কথা

আমি বিশ্বাস করি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলি সম্পর্কে প্রদত্ত তথ্যগুলো থেকে আপনি ভালো একটি গাইডলাইন পেয়েছেন যা আপনার সিদ্ধান্ত গ্রহণে দারুন সহায়ক হবে। আপনার অনুভূতি কমেন্টে জানালে আমি একান্তই খুশি হবো।

Author

মুরাদ খান (Murad Khan) এর ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আলাদা আগ্রহ আছে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষের জীবনে ভালো পরিবর্তন আনার জন্য কাজ করতে ভালোবাসেন। । কর্মজীবন শুরু করেন ফ্রিল্যান্সিং দিয়ে, পরে বিসিএস শিক্ষা ক্যাডারে যোগ দেন। নিজের চেষ্টায় অর্জন করেছেন ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন দক্ষতা। কাজ করছেন শিক্ষক, শিক্ষার্থীসহ প্রযুক্তি নিয়ে আগ্রহী মানুষের জীবন মান উন্নয়নে। এই লক্ষ্যেই বিডি আইসিটি ক্লাবের প্রতিষ্ঠা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!